Sylhet Today 24 PRINT

তবু হেক্টর পরাজিত নয়, পরাজিত নয় সৈয়দ আশরাফ

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রয়াত হয়েছেন। সৎ ও নির্মোহ জীবনযাপনের জন্য খ্যাত এই রাজনীতিবিদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া শোক প্রকাশ করেছেন সকলেই।

তাল মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে লেখক হাসান মোরশেদ লিখেছেন-

সৈয়দ আশরাফকে আমার কাছে সবসময় মহাকাব্যের নায়ক হেক্টর মনে হতো। একিলিস এর মতোই বীর যোদ্ধা সে। কিন্তু যুদ্ধ ভাল্লাগে না তার। যুদ্ধ করতে ইচ্ছে করেনা তার- এতো ধ্বংস, এতো মৃত্যুর মাঝে সে কোন মহিমা খুঁজে পায় না।

কিন্তু যুদ্ধে যদি যেতেই হয়- তখন সে সর্বস্ব উজাড় করে, তখন সে নিজের সবটুকু দিয়ে লড়ে। যুদ্ধে জিতে গেলে ও শত্রুকে অমর্যাদা করেনা।

সৈয়দ আশরাফ রাষ্ট্রপতির সন্তান হয়েও সাধারণ যোদ্ধা হয়ে যুদ্ধ করেছিলেন ১৯৭১ এ। ২০০৬ এ দলের সংকটকালীন সময়ে হাল ধরেছেন। ২০১৩ এর ৫ মে যখন হেফাজতীরা রাজধানী দখল করতে এসেছিলো, স্বভাবসিদ্ধ ভদ্রতা সরিয়ে চুড়ান্ত ধমক দিয়ে একশনে গিয়েছিলেন।

একিলিসের মতো মৃত্যু এসে যুদ্ধের মাঠ থেকে সরিয়ে নিলো হেক্টরকে। হেক্টর তবু পরাজিত নয়, পরাজিত নয় সৈয়দ আশরাফ।

ভালোবাসা জানবেন প্রিয় যোদ্ধা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.