Sylhet Today 24 PRINT

আমার জন্য ফুল বা উপহার সামগ্রী আনবেন না: মোমেন

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট আসছেন ড. একে আব্দুল মোমেন। সিলেট আসার পর তাকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

তবে মোমেন আহ্বান জানিয়েছেন তাকে বরণ করতে যাওয়ার সময় ফুল বা উপহারসামগ্রী না নিয়ে যাওয়ার জন্য একইসঙ্গে নগরবাসীর দুর্ভোগ হয় এমন কিছু না করতেও অনুরোধ জানিয়েছেন।

সিলেট সফরে আসার আগের রাতে (সোমবার) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিলেট-১ আসনের এই সাংসদ।

ফেসবুকে ড. একে আব্দুল মোমেন লিখেন-

প্রিয় সিলেটবাসী
আসসালামু আলাইকুম
আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১:৩০ ঘটিকার সময় আমি আমার প্রিয় মাতৃভূমি সিলেটে আসছি। আপনাদের দেয়া পবিত্র আমানত ভোটের মাধ্যমে জয়লাভ এবং যথাক্রমে এমপি ও মন্ত্রীসভায় যোগদানের পর এটাই আমার প্রথম সিলেট সফর।

প্রিয় সিলেটবাসী, আমি জানি আপনারা আজ অত্যন্ত আনন্দিত। আমি এটাও জানি যে আপনারা অনেকে উল্লাসিত হবেন আমাকে আপনাদের মাঝে পেয়ে।

আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এমন কোন কার্যক্রম পরিচালনা করবেন না যাতে নগরবাসী দুর্ভোগের শিকার হন এবং আমি আরও বলতে চাই আপনারা কোনভাবেই যেন সড়ক আইন ভঙ্গ না করেন। যেমন: হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল যোগে এয়ারপোর্টে আসা। এছাড়াও আমার অনুরোধ আপনারা যেন এয়ারপোর্টের কোনরূপ শৃঙ্খলা ভঙ্গ না করেন যাতে অন্য কোন যাত্রী কষ্ট পায় কিংবা প্রচলিত আইন ভঙ্গ করেন। আমার আরও একটি বিশেষ অনুরোধ আমার সাথে সাক্ষাত করার সময় কোনরূপ ফুল বা উপহার সামগ্রী না নিয়ে আসার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার কাছে সব থেকে বড় পাওয়া।
ধন্যবাদ,
মোমেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.