Sylhet Today 24 PRINT

এটা তো শুধু ডাকসুর রিটার্ন

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১২ মার্চ, ২০১৯

ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একচেটিয়া আধিপত্য ধরে রেখেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদে জিততে পারেনি ছাত্রলীগ। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুর হক নূর।

নানা বিতর্কিত কর্মকান্ডের কারণেই ছাত্রলীগকে অপ্রত্যাশিত এই পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করেন তরুণ চিকিৎসক ও ব্লগার আলিম আলি রাজি

এ প্রসঙ্গে নিজের ফেসবুকে রাজি লিখেন-

বিএনপি-জামাত ঢুকে গেছে বলে কোটা আন্দোলনকারীদেরকে পেটালেন। একই অভিযোগে নিরাপদ সড়ক আন্দোলকারীদেরও পেটালেন।

জন্মের পর থেকে সব ভোট নৌকা মার্কায় দিয়েছি। এই অধিকারের যায়গা থেকে একটা প্রশ্ন করতেই পারি - সব যায়গায় কেন বিএনপি জামাত আগে ঢুকে যায়? আপনারা কেন আগে আগে ঢুকতে পারেন না? কেন আপনারা যখন ঢুকেন তখন হাতে থাকা লাগে হাতুড়ি আর মাথায় থাকা লাগে হ্যালমেট? কেন?

পিটিয়েছেন হয়তো কয়েকজনকে। কিন্তু প্রতিপক্ষ বানিয়েছেন কয়েক লাখ। কিংবা তারও বেশি। এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগেনা।

এটা তো শুধু ডাকসুর রিটার্ন। এতেই সবাই ঘাবড়ে টাবড়ে শেষ। আরো কতো রিটার্ন যে বাকি!

ভারটাইগো নুরু আজ ভিপি নুরু- এ আপনাদেরই কৃতকর্মের ফল।

ঐসময়ের হাতুড়িপনা, হ্যালমেটপনা ছিলো আপনাদের চরমতম রাজনৈতিক ভুল। এইসব ভুল ভবিষ্যতে আপনাদের প্রতিটা হিসাবকে আরো বেশি গুলিয়ে দেবে। এটাই সত্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.