Sylhet Today 24 PRINT

কিংবদন্তিদের উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়: শিশির

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৯

ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে সেটা গ্রহণ করেননি, তবে এনিয়ে আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত না করায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাকিব আল হাসান। দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পেতে হয়েছে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ পুরো এক বছর সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে সাকিবকে।

নিজের দোষ স্বীকার করে নিয়ে সাকিব আল হাসান বলেছেন, আরও শক্তভাবে ফিরতে চান তিনি। সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরও সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে বলেছেন একই কথা।

শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন- ‘কিংবদন্তিরা এক দিনেই কিংবদন্তি হয় না। তাদের অনেক ঝড় ও উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়। কঠিন সময় আসবেই, কিন্তু মন শক্ত রেখে সেসব মোকাবিলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত। এটা নতুন এক শুরু। সে অবশ্যই আগের যেকোনো সময়ের চেয়েও শক্তভাবে ফিরে আসবে।’

দেশবাসীর ভালোবাসার কথা উল্লেখ করে শিশির লিখেছেন, ‘সে আগে ইনজুরির কারণে ক্রিকেট থেকে দূরে ছিল এবং আমরা দেখেছি বিশ্বকাপে সে কীভাবে ফিরেছে। এটা শুধু সময়ের ব্যাপার, আমরা সত্যিই সবার সমর্থন ও ভালোবাসায় আপ্লুত। একটি জাতি হিসেবে এই বন্ধনটা আমরা চাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.