Sylhet Today 24 PRINT

ম্যাচজয়ী বাংলাদেশ দলকে নিয়ে যা বলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

টি-টোয়েন্টি ক্রিকেটের হাজারতম ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক জয়। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের আগের ৮ ম্যাচে জয় পেয়েছিল ভারত, এবার নবম ম্যাচে এসে কাটল জয়ের খরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ভারতকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ভারত দাঁড় করায় ১৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে অভিষিক্ত নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে বাংলাদেশ নোঙ্গর ফেলে জয়ের বন্দরে।

ম্যাচ অব ম্যাচ মুশফিকুর রহিম খেলেন ৪৩ বলে ৬০ রানের ম্যাচ-জেতানো ইনিংস।

দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়া খেলতে নামলেও বাংলাদেশ দলের এমন নৈপুণ্যে হার মানতে হয় ভারতকে।

আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাকিব আল হাসান ম্যাচ জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

ম্যাচ শেষ হওয়ার পর সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন- "চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।"

বাংলাদেশের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.