Sylhet Today 24 PRINT

মৃত্যুর কয়েকদিন আগে ২ খুনি আবরারের সঙ্গে সিলেট এসেছিল

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার কয়েকদিন আগে ২ খুনি তার সঙ্গে সিলেট বেড়াতে এসেছিল বলে জানিয়েছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে বুয়েটের কয়েকজনের সঙ্গে আবরার ফাহাদের সম্পর্কের বিষয়টি উল্লেখ করতে এমন তথ্য জানান আবরার ফাইয়াজ।

ফাইয়াজ তার ফেসবুক স্ট্যাটাসে মৃত্যু-পরবর্তী বুয়েটে আবরারের সহপাঠীদের ভূমিকার প্রসঙ্গ কৃতজ্ঞতার সঙ্গেও স্মরণ করেন।

ফেসবুকে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ লিখেন-

ভাইয়া মারা যাওয়ার আগে ভাইয়ার শেষ কথা যা তখন পাশে থাকা ব্যাচমেটদের বলেছিল: "তোদের সাথে কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দিস। আল্লাহ আমাকে মাফ করে দিও- বলে কালেমা পড়ে।"

অথচ এই খুনিদের মধ্যে:
১. মিজান: হলের অনেকেই তাকে অনেক খারাপ জানলেও তারা ভাইয়ের কাছ থেকে জানতে পারে মিজান নাকি অনেক ভালো। বাকি রুমমেট দের মতবাদ অনুযায়ী রুমে মিজানের সবচেয়ে বেশি সখ্যতা ছিল ভাইয়ার সাথে। কোথাও বাইরে খেতে গেলে নাকি ভাইয়াকে ছাড়া যেতই না।

২. মোয়াজ: ভাইয়ার রোল ৯৮ তার ১০৬। ভাইয়ার সাথে তার ভালো বন্ধুত্ব থাকলেও সে সেখানে উপস্থিত ছিল।

৩. তোহা: ভাইয়ার ১০৭এর রুমমেট। যার সাথে দীর্ঘ সময় থাকায় ভালো সম্পর্ক ছিল।

৪. শামীম বিল্লাহ: একে টিউশন ঠিক করে দিয়েছিল ভাইয়া।

৫. খুনিদের মধ্যে ২ জন কয়েকদিন আগেই সিলেটে গেছিল ভাইয়ার সাথে।

আসলে এদের তো সন্দেহ করার কোনো সুযোগ ছিল না যে এরাই এমন ষড়যন্ত্র করছে।।।

আগে একটা প্রবাদ পড়তাম- দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু (A friend in need is a friend indeed)

বাবা-মা ছোট থেকে বলত বন্ধু থাকা ভালো না যখন কিছু হবে না তখন এরা সবসময় সাথে থাকবে কিন্তু বিপদে পড়লে দেখবি কোনো বন্ধুকে খুঁজে পাবি না।।।। তখন অগ্রাহ্য করলেও এখন ঠিক বুঝেছি কথাগুলা আসলেই ঠিক ছিল।।।যতই ভাই বলে ডাকা হোক না কেন বিপদে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আসে না।

মৃত্যুর পর বুয়েটের ভাইয়ারা যা করছে তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.