Sylhet Today 24 PRINT

যা বলতে ভুলো না তুমি

শাহআলম সজীব |  ০৫ মার্চ, ২০২০

যদি তুমি কাউকে আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে চাও, তাহলে বলো ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে পাকিস্তানি সেনা আর তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস গং। দুই লক্ষ মায়েদের সম্ভ্রম নিয়েছে ওরা। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পুড়িয়েছে ওরা।

সমতলে পড়ে থাকতো লাশ আর নদীতে কেবল লাশই ভাসতে দেখা যেতো, বাতাসে কেবলই ছিল লাশের গন্ধ।

এমন কোন পরিবার ছিল না যারা এ অবর্ণনীয় কষ্ট থেকে রেহাই পেয়েছে, অবশেষে পাকিস্তানি সেনা আর তাদের দোসরেরা পরাজিত হয়েছিল। জন্ম হয়েছিল বহু আকাঙ্ক্ষিত বাংলা নামের দেশের।

তুমি বলতে ভুলো না আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অহংকার জাতির গর্ব মুক্তিসেনাদের কথা।

তুমি অবশ্যই বলবে বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর কথা।

তুমি বলবে "শহীদ মিনার থেকে খসে পড়া একটি ইট গতকাল আমায় বলেছে "আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।"

তুমি বলবে কিন্তু সেই সব মানুষদের কথা, যারা বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে সেই সব মানুষের কথা।

তুমি অবশ্যই বলবে তাদের কথা, যারা আমাদের ত্রিশ লক্ষ প্রাণ, দুই লক্ষ মায়ের সম্ভ্রমহানি করেছে আর পরাজয়ের মুহূর্তে হত্যা করেছে জাতির বিবেক অহংকার বুদ্ধিজীবীদের।

অবশ্যই তুমি তাদের বিচারের কথা বলবে, এটা বলতে ভুলো না তুমি...

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.