Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ওয়াসফিয়া বললেন, আমাদের সর্বোচ্চ প্রস্তুতি দরকার

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২০

সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করা এই পর্বতারোহী করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন।

বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এভারেস্ট জয় করা সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী। বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করারও বিরল কৃতিত্ব রয়েছে তার।

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন ওয়াসফিয়া। শনিবার সকাল সাড়ে ১০টায় এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করেন তিনি।

ওয়াসফিয়া লিখেছেন, আমি কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার এ যুদ্ধ কিছুটা ভাগ করে নেওয়ার জন্যই বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।

তিনি আরও লিখেন, আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে। আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.