Sylhet Today 24 PRINT

সেতারের সুরে শুরু হল সম্মাননা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২০

সেতারের সুরে শুরু হয়েছে সিলেটের ভাষাসংগ্রামীদের সম্মাননা অনুষ্ঠান। ভাষা আন্দোলনে অবদানের জন্য সিলেটের ভাষাসংগ্রামীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন ও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম। ধারাবাহিক এ আয়োজনে প্রথম দফায় আজ রোববার ৭ ভাষাসৈনিককে সম্মাননা জানানো হচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর দরগা গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকের গ্র্যান্ড সেলিব্রেটি হলে (লেভেল ৮) এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেতারে সুর তুলেন সেতার বাদক মনোয়ার হোসেন খান। তবলায় ছিলেন বাপ্পী, গৌতম গোস্বামী। সেতার পরিবেশনায় তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সেতার বাদক ওস্তাদ মধু খান।

প্রথম পর্বে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ (মরণোত্তর), সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মরণোত্তর), শিক্ষাবিদ ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী (মরণোত্তর), অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ (মরণোত্তর), কমরেড আসাদ্দর আলী (মরণোত্তর) ও ডা. মো. হারিছ উদ্দিন (মরণোত্তর)-কে সম্মাননা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত, কবি মোফাজ্জল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.