ছাতক প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২০ ১৮:১৩

ছাতকে মেয়র পদে বিএনপির প্রার্থী ন্যান্সি

আসন্ন ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাশিদা আহমদ ন্যান্সিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ন্যান্সি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাকে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন।

ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ঐক্যবদ্ধ থাকলে পৌরসভার মেয়র পদসহ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল প্রার্থীদের বিজয় নিশ্চিত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, আগামী পৌরসভা নির্বাচনে কেন্দ্রে-কেন্দ্রে লাঠি-সোটা নিয়ে ভোট চোরদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি তার বক্তব্যে বলেন, জনবিচ্ছিন্ন নয়, জন বান্ধব মেয়র হিসেবে পৌরবাসীর সেবা করতে চাই।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি সামছুল হক নমু, আব্দুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আলতাবুর রহমান খছরু, নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, আবুল হাসনাত, নজরুল ইসলাম, হিফজুল বারী শিমুল, জেলা বিএনপির ত্রান ও পূনর্বাসন সম্পাদক সামছুর রহমান বাবুল, জেলা ছাত্রদলের আহবয়ক জাহাঙ্গির আলম প্রমুখ। সভায় রাশিদা আহমদ ন্যান্সির হাতে ধানের শীষ তুলে দিয়ে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষনা করেন নেতৃবৃন্দ। সভায় সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র রজনু আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা বিএনপি নেতা হারুনুর রশিদ,এবাদুর রহমান এবাদ, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম হোসেন শাকিল, সুনামগঞ্জ পৌর সভার মেয়র প্রার্থী মুর্শেদ আলম, বিএনপি নেতা কবিরুল ইসলাম আঙ্গুর, জসিম উদ্দিন সালমান, আতাউর রহমান এমরান, ইমন আহমদ, আহবাব মিয়া, খায়ের উদ্দিন, সুলেমান মিয়া, কয়েছ আহমদ, ইমরান আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন, সহ সভাপতি বাকী বিল্লাহ, স্বেচ্ছাসেবকদল নেতা আবুল হোসেন, ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম পাবেল, আব্দুল মুনিম মামনুন, বাহা উদ্দিন শাহী, ইজাজুল হক জনিসহ জেলা, উপজেলা ও পৌর শাখার  বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত