সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৯

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ ৩ জনের পদত্যাগ

কিছু শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য, ট্রেজারারও পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, ‘উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন।’

জানা গেছে, এর আগে গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

গণমাধ্যমে আসা পদত্যাগপত্রে দেখা গেছে, প্রফেসর ড. অনুপম সেন মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করে পদত্যাগ করেছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, বার্ধক্যজনিত কারণে ৬ ডিসেম্বর থেকে আমি উপাচার্যের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পত্রটি গ্রহণ করে বাধিত করবেন।

৬ ডিসেম্বর সাক্ষরিত আরেক চিঠিতে দেখা গেছে, উপ-উপাচার্য পদ থেকে পদত্যাগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের মূল পদে যোগদানের আবেদন করেছেন প্রফেসর ড. কাজী শামীম সুলতানা।

তিনি উল্লেখ করেন, ২০২২ সালে ১৪ ফেব্রুয়ারি তাকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই বছরের ২০ মার্চের পূর্বাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগ লিয়েন ছুটি নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এতে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদ থেকে পদত্যাগ করে মূল পদে যোগদানের প্রার্থনা করেন।

একই দিনের অন্য চিঠি অধ্যাপক ড. তৌহিদ সাঈদ উল্লেখ করেন, ২০২৩ সালের ১৩ আগস্ট তাকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়। ব্যক্তিগত কারণে তিনি এই পদে কাজ করতে পারছেন না। এই পদে যোগ্য মনে করার জন্য তিনি রাস্ট্রপতি তথা চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে পদত্যাগ করেন। এসব পদত্যাগের কপি সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগে বাধ্য হন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত