শাবিপ্রবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২৪ ২১:২৭

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, হল প্রশাসন, বিভিন্ন বিভাগ, অফিসার্স এসোসিয়েশন, শাবি প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এরআগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য। পরে প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত¡রে এসে শেষ হয়।

এরপর বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এরআগে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

আলোচনা সভায় উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এতে আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তাহমিনা ইসলাম,  সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কিন স্কুল শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের নিয়ে অংশগ্রহণে চিত্রাষ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তী বেলা ১১টায় হ্যান্ডবল গ্রাউন্ডে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এদিকে বাদে যোহর শহীদদের স্মরণে বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত