রাবি প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৫

রামপালবিরোধী হরতালে পুলিশের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার প্রগতিশীল ছাত্রজোট রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে জাতীয় কমিটির ডাকা হরতালে পুলিশের হামলার নিন্দা ও আটক সংস্কৃতিকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পৌনে ২টার দিকে তারা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে। পরে তারা একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

সমাবেশে বাংলাদেশে ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে ডাকা হরতালে ঢাকায় কয়েক দফা টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন সংস্কৃতি কর্মীদেরকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরাও গুরুতর আহত ও আটক অবস্থায় আছেন। এর প্রতিবাদে রাবির প্রগতি ছাত্রজোট তাৎক্ষণিক একটা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছি।’

তমাশ্রী দাস আরো বলেন, ‘পরবর্তীতে জাতীয় কমিটি যে কর্মসূচি ঘোষণা করবে, তাতেও আমরা একাত্ম ঘোষণা করছি। সেই সঙ্গে আটককৃতদের নিঃশর্ত মুক্তি এবং আজকের ঘটনার নিন্দা জানাচ্ছি।’

আপনার মন্তব্য

আলোচিত