শাবিপ্রবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৩৩

শাবিতে ‘স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ’ দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মিছিল ও দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

এছাড়াও শাবি শাখা জাতীয় ছাত্রদল ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নিজ নিজ কর্মসূচী পালন করে।

মঙ্গলবার দুপুর ১টায় ছাত্র ফ্রন্টের আয়োজিত মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয় ।

সমাবেশে ছাত্রফ্রন্টের আহবায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্রের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, শাবি শাখা সদস্য নাযিরুল আজম বিশ্বাস, মুহম্মদ মইন উদ্দিন মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা গণতান্ত্রিক শিক্ষার দাবিতে এবং শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও বাণিজ্যিকিকরণের প্রতিবাদ জানান।

এছাড়াও তারা স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসের চেতনায় একটি যথার্থ ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান । 

আপনার মন্তব্য

আলোচিত