নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৪৩

আইকিউএসি প্রতিষ্ঠায় ইউজিসি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির চুক্তি

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সাথে চুক্তি স্বাক্ষর করছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। দেশের আরো ৭টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটিও গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় ইউজিসি অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন ও স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা। ইউজিসি’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সচিব ড. মো. খালেদ।

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর উপপ্রকল্প পরিচালক সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. ইউসুফ আলী মোল্লা, স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি’র কোয়ালিটি অ্যাসিউরেন্স ইউনিটের হেড প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

চুক্তির আওতায় মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ দেশের ৮টি বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠার জন্য রাউন্ড ফোরের আওতায় ৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাড়াও ইউজিসি’র সাথে চুক্তি স্বাক্ষর করা অন্য ৭ বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, প্রাইম ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি।

আপনার মন্তব্য

আলোচিত