সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:২০

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে নগরীতে প্রভাতফেরি ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার সকাল ৮টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস থেকে প্রভাতফেরি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এবং সদস্য সচিব ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলোর নেতৃত্বে প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মুহাম্মদ রুহুল আমীন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক একরামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুসরত মাহমুদ চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান মো: মোস্তফা কামাল, সহকারী প্রক্টর মশিউর রহমান, শাহজাহান আহমদ, নেছার আহমেদ, ২য় ছাত্রী হোস্টেলের প্রভোষ্ট মো: আব্দুল আওয়াল আনছারী, সহকারী রেজিস্ট্রার মুসফিকুল আলম, সেকশন অফিসার শামীম হোসেন, সুবিনয় আচার্য, অপু চক্রবর্তী ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ ছাত্র/ছাত্রীবৃন্দ।

 

আপনার মন্তব্য

আলোচিত