সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৪০

নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সকালে প্রভাতফেরি করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় শেখঘাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রভাতফেরি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ টায় নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব বিজনেস বিভাগের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রতিন্দ্র চন্দ্র গোপ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত