রাবি প্রতিনিধি

০২ মার্চ, ২০১৭ ১৬:১১

রাবিতে ডিজিটাল হল ম্যানেজমেন্ট সিস্টেম চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও ডরমিটরিসমূহে সেবা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ডিজিটাল হল ম্যানেজমেন্ট’ সিস্টেম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের ডিজিটাল কনফারেন্স রুমে এই ব্যবস্থার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল হোসেন মোল্যা বলেন, এই ব্যবস্থায় একজন আবাসিক বা অনাবাসিক শিক্ষার্থী তার স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে নিজ হল বা ডরমিটরির সকল সেবা ডিজিটালভাবে গ্রহণ করতে পারবে। এজন্য হল অফিসে প্রয়োজনীয় স্মার্ট কার্ড রিডার, বিশেষায়িত অ্যাপসযুক্ত স্মার্টফোন ও প্রয়োজনীয় সফটওয়্যার সম্বলিত কম্পিউটার থাকবে। এই ব্যবস্থায় যেকোনো শিক্ষার্থীর আবাসিকতা ও ফি সংক্রান্ত সকল তথ্য সংযোজন ও হালনাগাদ করা যাবে।

তিনি আরো জানান, হল অফিস বা কোনো শিক্ষার্থী স্মার্ট কার্ড রিডারে তার স্মার্ট আইডি কার্ডটি যুক্ত করলেই মনিটরে সংশ্লিষ্ট সকল তথ্য দেখা যাবে। তখন প্রয়োজনীয় সেবা যেমন ফি প্রদান, হল পরিবর্তন, আসন ব্যবস্থাপনা ইত্যাদি সম্পন্ন করা যাবে। এর ফলে সময় ও শ্রম বহুলাংশে কমে যাবে। বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে।

এই ব্যবস্থা উদ্বোধন করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অন্যতম ধাপ হিসেবে আজ এ ব্যবস্থা চালু হলো। পর্যায়ক্রমে সকল বিভাগ, দফতর ও মেডিকেল সেন্টার ডিজিটাল ব্যবস্থাপনায় সংযুক্ত হবে।

সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমানসহ সকল হলের প্রাধ্যক্ষ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত