শাবিপ্রবি প্রতিনিধি

১৫ মে, ২০১৭ ১৮:৪৫

শাবির প্রধান ফটকে স্থায়ী নামফলক নির্মাণের দাবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থায়ী নামফলক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে ‘প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ঝড়ের কবলে নষ্ট হয়ে যাওয়া প্রধান ফটকের নামফলকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং স্থায়ীভাবে নামফলক নির্মাণের দাবি জানান।

উল্লেখ্য, গত মাসে বেশ কয়েক দফায় টর্নেডো এবং কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শাবির প্রধান ফটকের নামফলক খুলে যায়। এ নিয়ে শিক্ষার্থীরা দফায় দফায় নামফলক সংস্কারের দাবি জানালেও তাতে কোন লাভ হয়নি। দীর্ঘদিনেও নামফলক সংস্কার না হওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত