সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০১৭ ১৯:৪২

নর্থ ইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের পাইলিং কাজের উদ্বোধন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের পাইলিং ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শুরু হয়েছে। মঙ্গলবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে নিজস্ব জমিতে ভবন নির্মান কাজ শুরু হয়।

মঙ্গলবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের বিভিন্ন স্তর পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোঃ আফজল মিয়া, আবু আহমেদ সিদ্দিকী, লুৎফুর রহমান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নর্থ ইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তিতে অত্যন্ত দ্রুতগতিতে  মাটি ভরাটসহ  অন্যান্য কাজের অগ্রগতিতে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত