২৩ ফেব্রুয়ারি , ২০২০ ২১:৫৮
ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী সম্পর্কে অশালীন ভাষায় ব্যবহার ও কটূক্তি করায় সাবেক ছাত্রদল নেতা রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, আমাদের সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী সম্পর্কে অশালীন ভাষায় ব্যবহার ও কটূক্তি করায় সাবেক ছাত্রদল নেতা রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।
এসময় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে রুহুল আমিন তার ফেসবুক স্ট্যাটাসে অশালীন ভাষা ব্যবহার ও কটূক্তি করেন। রুহুল আমিনকে শাখা ছাত্রদলের সাবেক ক্যাডার হিসেবে আখ্যায়িত করে এই কটূক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।
আপনার মন্তব্য