সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৫ ১০:৪০

সিরিয়ায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া

সিরিয়ার আকাশসীমায় তুরস্ক রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করার একদিন পর সিরিয়ায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা দিয়েছে রাশিয়া।রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার এ ঘোষণা দিয়েছেন।

শোইগু বলেছেন, সিরিয়ার হেমিমিম বিমান ঘাঁটিতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী লাতাকিয়ায় রুশ এ ঘাঁটি অবস্থিত।  

এস-৪০০ হচ্ছে রুশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ ব্যবস্থায় দীর্ঘ এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি  ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কৌশলগত বিমান ছাড়াও ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে এটি। কয়েকটি রাডার, ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং কমান্ড পোস্ট নিয়ে এ ব্যবস্থা গড়ে উঠেছে।

সিরিয়ায় রুশ বাহিনীর জন্য ‘বিপদ বয়ে আনতে পারার মতো যে কোনো লক্ষ্যবস্তুকে’ এটি ধ্বংস করবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। এদিকে রাশিয়ার এই ঘোষণার পর বাড়ছে উত্তেজনা।

আপনার মন্তব্য

আলোচিত