সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ০২:০৫

সংস্কৃতি দিয়ে আইএস রুখবে ইতালি

ইসলামিক স্টেট বা আইএস’র সন্ত্রাসবাদী চিন্তাধারা থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে অভিনব এক কৌশল নিয়েছে ইতালি। সংস্কৃতি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে চায় দেশটি। এজন্য সংস্কৃতিখাতে ১ বিলিয়ন ইউরো বরাদ্দ করার ঘোষণা দিয়েছেন ইতালি প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।

এই বরাদ্দের আওতায় প্রাপ্ত বয়স্ক ইতালিয়দের ৫’শ ইউরো মূল্যের একটি ‘কালচার কার্ড’ দেয়া হবে।

এই কার্ড ব্যবহার করে থিয়েটার, জাদুঘর এবং ঐতিহাসিক স্থাপত্যগুলোর ইতিহাস ধারণ করার সুযোগ পাবে ইতালিয়রা।

প্যারিস হামলা থেকে শিক্ষা নিয়ে চেতনাগত জায়গা মজবুত করতেই এই বিপুল বরাদ্দের কথা জানান তিনি।এছাড়াও আভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিরক্ষাখাতেও সমপরিমাণ অর্থ বরাদ্দ করবে ইতালি।

ইতালির প্রধানমন্ত্রী বলেন,‘ তারা সন্ত্রাস চায় আমরা নীরব না থেকে সংস্কৃতি দিয়ে তার জবাব দেব। ইতালীয়দের জীবনযাত্রা, স্বকীয়তা কখনোই সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করবে না’।

আপনার মন্তব্য

আলোচিত