আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৬ ১৪:২৮

সৌদিতে সন্দেহভাজন ৩৩ সন্ত্রাসী আটক

সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত চারদিনে বিভিন্ন দেশের ৩৩ জনকে আটক করেছে সৌদি পুলিশ।

এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নয়, ইয়ামেনের তিন, সিরিয়ার দুই এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, কাজাকিখস্তান ও ফিলিস্তিনের একজন করে নাগরিক রয়েছেন। এছাড়া আটককৃতদের মধ্যে ১৪ সৌদি নাগরিকও রয়েছেন।

একটি গোপন সূত্রের বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

পত্রিকাটি বলছে, গত সোমবার আরো চার আমেরিকানকে আটক করেছে পুলিশ। এর আগে গত চার দিনে গ্রেপ্তার করা হয়েছিল পাঁচ মার্কিনীকে। গত মঙ্গলবারও সন্দেহভাজন ১৫  সন্ত্রাসীকে আটক করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শুক্রবার দেশটির আল আহসা অঞ্চলের এলাকার ইমাম রিদা মসজিদের মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা চালানোর পর ৩৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হল।

হামলায় চারজন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত