ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ মার্চ, ২০১৬ ১০:০৬

মৃত্যুর মিছিল থামছেই না বাগদাদে

ফের বোমা হামলায় বাগদাদে দুই দিনে নিহত হয়েছে ৯২ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির নিরাপত্তা ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইরাকের রাজধানী বাগদাদে চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই দিনে পৃথক পৃথক বোমা হামলায় অন্তত ৯২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বাগদাদের মুকদাদিয়াতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ জন নিহত হন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা না গেলেও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির নিরাপত্তা ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে অবস্থিত ম্রেদি মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহত হন অন্তত ৭৮ জন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

রোববারের বোমা হামলার পরপরই দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু সোমবারের হামলার ঘটনার দায় স্বীকার করে এখন পর্যন্ত বিবৃতি দেয়নি কোনো সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত