অনলাইন ডেস্ক

০১ জুলাই, ২০১৬ ০১:৫৩

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে আত্মঘাতী হামলায় ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নতুন পুলিশ সদস্য।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলের পাগমান জেলায় এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটরা কয়েকটি যানে করে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এমন সময় দুটি মোটরবাইকে করে ওই কনভয়ে আত্মঘাতী হামলা করা হয়।

হামলায় ঘটনাস্থলেই ৩০ জন প্রাণ হারান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরো ১০ জন। এ ছাড়া আরো অর্ধশতাধিক এ হামলায় আহত হয়েছেন।

এদিকে হামলার পর বিবিসি নিহতের সংখ্যা ৩০ জন বলে উল্লেখ করেছে। আর আহত অর্ধশতাধিক। তবে আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খানও জানিয়েছেন, হামলায় বহু লোক জখম হয়েছেন।

এদিকে হামলার পর দায় স্বীকার করেছে আফগান তালেবান। গত এক মাসে কাবুলের আশপাশে এ নিয়ে তিনবার হামলা চালাল তালেবানরা।

সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে দেখা গেছে, আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানদের হামলার অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরনের এক হামলায় ১৪ জন নিরাপত্তারক্ষী মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত