সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ২০:৪৪

তুরস্কে অভ্যুত্থান চেষ্টা : গ্রেফতার প্রায় ৩০০০

১৫ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর ৫ জেনারেল ২৯ জন কর্নেলসহ দুই হাজার ৮৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গ্রেফতারের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ১০৪ বিদ্রোহী সেনাসহ ২৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন সহস্রাধিক।

শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। শনিবার বিকালে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অভিযান সম্পন্ন করে তুর্কি সরকারি বাহিনী। এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাতেই গণতন্ত্রপন্থীরা রাজপথে নেমে আসে। বিরোধী দলগুলোও এ অভ্যুত্থান চেষ্টার তীব্র সমালোচনা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত