সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ২১:১৯

তুচ্ছ ঘটনায় দলিত সম্প্রদায়ের দম্পতিকে কুপিয়ে হত্যা

ভারতে মাত্র ১৫ রূপি পাওনা নিয়ে বিবাদের কারণে দলিত সম্প্রদায়ের এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে্ন উচ্চবর্ণের এক দোকানদার। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশ রাজ্যের মইনপুরী জেলায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই দম্পতি কাজে যাবার সময় স্থানীয় মুদি দোকানের মালিক অশোক মিশ্র তাদের থামায় এবং কয়েকদিন আগে তার দোকান থেকে বাকিতে কেনা বিস্কুটের দাম চায়। জবাবে দম্পতি ভরত এবং মমতা দোকানদারকে বলেন, সেদিনই তাদের বেতন পাবার কথা এবং তা পেলেই পাওনা ১৫ রুপি পরিশোধ করা হবে।

এ কথা শুনে অশোক মিশ্র ক্ষুব্ধ হয়ে চিৎকার করতে থাকেন আর দৌড়ে তার বাড়িতে ঢুকে একটা কুড়াল নিয়ে বেরিয়ে আসেন।

নাদিম নামে এক গ্রামবাসী জানাযন, "সে(দোকান মালিক) প্রথমে ভরতকে কোপায় এবং তাকে উদ্ধার করতে এগিয়ে এলে মমতাকেও কোপ দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।"

এ ঘটনায় দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে এ ঘটনার প্রতিবাদে গ্রামের দলিত সম্প্রদায় বিক্ষোভ শুরু করে এবং রাস্তা অবরোধ করে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও গুজরাট রাজ্যে একটি মরা গরুর চামড়া ছাড়ানোর অভিযোগে চারজন দলিত পুরুষকে মারধর করে একটি 'গো-রক্ষাকারী' গোষ্ঠী। এর আগে মার্চ মাসে তামিলনাডু রাজ্যে উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করার অভিযোগে একজন দলিতকে হত্যা করে মেয়েটির বাবা। সে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে দোষ স্বীকার করে।

আপনার মন্তব্য

আলোচিত