সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ আগস্ট, ২০১৬ ১৩:০৭

মাওবাদী নেতা প্রচণ্ডই আবার নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আবারও  দায়িত্বে ফিরেছেন সিপিএন-মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল তথা প্রচণ্ড। গরিষ্ঠতার প্রমাণ দিতে পারবেন না বুঝে দিন দশেক আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সিপিএন-ইউএমএল নেতা খড়্গপ্রসাদ ওলি।

গণতন্ত্রে পা রেখেও গত আট বছর ধরেই কমবেশি অস্থিরতার মধ্যে রয়েছে এই হিমালয় রাষ্ট্র। প্রচণ্ডর নেতৃত্বে রাজতন্ত্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিলেন নেপালের মাওবাদীরা। রাজতন্ত্র থেকে মুক্তির পরে ২০০৮-এর অগস্টে প্রধানমন্ত্রী হন প্রচণ্ড। কিন্তু ন’মাসের মাথায় ইস্তফা দেন সেনাপ্রধানের অপসারণ নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট রামবরণ যাদবের সঙ্গে বিরোধের জেরে। এই নিয়ে আট বছরে আট বার প্রধানমন্ত্রী বদল ঘটল নেপালে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রচণ্ড আজ জানিয়েছেন, দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কাজ করবেন তিনি। সেই উন্নয়নে তরাই অঞ্চলের মদেশীয় ও অন্য জনজাতির মানুষকেও তিনি সামিল করে নেন কি না এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক মসৃণ করার লক্ষ্যে এগোন কি না— সে দিকে সতর্ক নজর রাখছে সাউথ ব্লক।    

আপনার মন্তব্য

আলোচিত