সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ আগস্ট, ২০১৬ ০৯:৩৫

পদ হারিয়ে মুখ্যমন্ত্রীর আত্মহত্যা !

উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সদ্য অপসারিত কালিখো পুলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

ইটানগরে মুখ্যমন্ত্রী আবাসেই সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মারা যান তিনি। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর বিবিসি বাংলার।

ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিল, কালিখো পুল যেভাবে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তা অসাংবিধানিক।

ওই রায়ের পরেই ১৩ জুলাই তাকে সরে যেতে হয়েছিল পদ থেকে। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী আবাসেই থাকছিলেন এখনও।

নাটকীয়ভাবে এ বছরের ১৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৪৭ বছর বয়সী পুল।

গত নির্বাচনে জয়ী কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু বেশিরভাগ বিধায়কের সমর্থন নিয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে অপসারিত করেন।

রাজ্যপালের সমর্থন নিয়ে বিধানসভার বাইরে একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয়েছিল বিধানসভার বিশেষ অধিবেশন।

সেখানেই কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী পিপলস পার্টি অব অরুণাচল দলের সঙ্গে মিলে নতুন দলনেতা হিসাবে পুলকে বেছে নেয়। তার শপথও নেয়া হয়ে যায়।

কংগ্রেস দল অভিযোগ তোলে, রাজ্যপালকে দিয়ে বিজেপি তাদের সরকার ভেঙ্গে দিয়েছে আর হাতের পুতুলের মতো এক নতুন সরকার তৈরি করেছে।

পরে ১৩ জুলাই সুপ্রিম কোর্ট রায় দেয়, ওইভাবে বিধানসভার অধিবেশন বসানো যায় না। পুলের নির্বাচনের পদ্ধতিটাই অসাংবিধানিক। আগের মুখ্যমন্ত্রী নাবাম টুকিকেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়।

যেদিন টুকির বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেয়ার কথা ছিল, সেদিনই তিনি সরে যান। আর কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় পেমা খান্ডুকে।

কালিখো পুলকে ছেড়ে আবারও কংগ্রেসে ফিরে আসেন বিক্ষুব্ধ বিধায়করা। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

পুল দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার দেখা করতে যাবেন বলেও ঠিক ছিল। কিন্তু তার আগেই সকালে তার শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে তাকে ঝুলতে দেখা যায়।

মৃত্যুর খবর পাওয়ার পরে মুখ্যমন্ত্রী আবাসের সামনে বহু মানুষ ভিড় জমিয়েছেন। তারা দাবি করছেন, এই ঘটনার সঠিক তদন্ত হোক।

পুল কোনো মৃত্যুকালীন নোট রেখে গেছেন কি না, তা এখনও পরিষ্কার নয়।

রাষ্ট্রীয় মর্যাদায় পুলের শেষকৃত্য হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে তিনদিনের শোক পালনেরও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।

আপনার মন্তব্য

আলোচিত