সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ২৩:৪৩

জাতিসংঘের বিকল্প সংস্থা গড়ার হুমকি দিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

জাতিসংঘ ছাড়ার হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার মাদকবিরোধী লড়াইকে আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধ বলে জাতিসংঘের সমালোচনার পর তিনি এ হুমকি দিলেন।

দুতার্তে বলেন, জাতিসংঘের মতো আরেকটি সংস্থা গঠন করার জন্য তিনি চীন ও আফ্রিকার দেশগুলোকে আহ্বান জানাবেন।

সন্ত্রাস, ক্ষুধা ও সংঘর্ষের অবসান ঘটাতে ব্যর্থতার জন্য তিনি জাতিসংঘকে দায়ী করেন ।

মে মাসে নির্বাচিত হওয়া দুতার্তে মাদক ব্যবসা নির্মূলে পাচারকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন।  কিন্তু এ নির্দেশকে মানবাধিকারের লঙ্ঘন বলে বারবার এর নিন্দা করেছে জাতিসংঘ।

৯ মে দুতার্তে ফিলিপিন্সের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত সন্দেহভাজন প্রায় ৯শ’ মাদক পাচারকারীকে হত্যা করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দুই বিশেষজ্ঞ গত সপ্তাহে বলেন, দুতার্তে সন্দেহভাজন মাদক পাচারকারীদের হত্যা করতে পুলিশ ও জনগণকে নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অপরাধ। তাছাড়া এ পদক্ষেপ সহিংসতা এবং হত্যাযজ্ঞ উস্কে দেওয়ারই নামান্তর।

পাল্টা জবাবে এ দুজন বিশেষজ্ঞকে ‘মূর্খ’ আখ্যা দিয়ে দুতার্তে বলেছেন, মাদকের কারণে কতো নিরীহ মানুষ প্রাণ যায় তাদের তা হিসাব করা উচিত।

তিনি বলেন, আমি আপনাদের অপমান করতে চাই না। কিন্তু  জাতিসংঘ থেকে হয়ত আমাদের সরে আসার সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, আপনারা এত রুঢ় হলে আমাদেরকেও জাতিসংঘ ছাড়তে হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত