সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২২ আগস্ট, ২০১৬ ১৯:৩৩

ইরাকে ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর

৩৬ আইএস জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক সরকার। ইরাকের তিকরিতের কাছে সাবেক মার্কিন ঘাঁটি স্পেইচারে কমপক্ষে এক হাজার ৭শ’ শিয়া ক্যাডেট হত্যায় জড়িত থাকার অভিযোগে জঙ্গিদের ফাঁসি দেয়া হয়েছে।

২০১৪ সালে এ গণহত্যার ভিডিও প্রকাশ করেছিল আইএস। একবছর পর ইরাক সরকার তিকরিত পুনর্দখল করলে সেখানে বহু গণকবরের সন্ধান পাওয়া যায়।

ফাঁসিতে দণ্ডিত আইএস জঙ্গিদের সবাই ইরাকি নাগরিক।

ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার কারাগারে ইরাকের বিচারমন্ত্রী হায়দার আল জামিলির উপস্থিতিতে ফাঁসিতে ঝুলিয়ে এ দণ্ড কার্যকর করা হয়। গত ফেব্রুয়ারিতে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের রায় হয়েছিলো।

গত মাসে বাগদাদ বিস্ফোরণে ৩শ’র বেশি মানুষ নিহত হবার পর প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সন্ত্রাসীদের দণ্ড কার্যকর দ্রুততম সময়ে করার ঘোষণা দেন। এর পরপরই জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

আপনার মন্তব্য

আলোচিত