সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ আগস্ট, ২০১৬ ২৩:৩২

কলকাতায় বাংলাদেশ হাইকমিশন কর্মীর অপমৃত্যু

কলকাতায় ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের এক কর্মচারির মৃতদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলকাতার কড়েয়ার লোয়ার রেঞ্জ এলাকার তার বাসার থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃতের নাম আজিজুল ইসলাম (৫০), তিনি বাংলাদেশের নাগরিক এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনারের অফিসে কম্পিউটার অপারেটর এবং স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন।

কলকাতা পুলিশ জানায়, লোয়ার রেঞ্জের বাড়িতে একাই থাকতেন আজিজুল ইসলাম। বাংলাদেশে তাঁর পরিবার থাকে। পরিজনদের বারবার কলকাতায় নিয়ে আসতে চাইলেও, তাঁরা আসতে রাজি না হওয়ায় বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

তদন্তকারীরা জানান, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাঁকে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হন আজিজুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত