সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৪ আগস্ট, ২০১৬ ১৮:১১

মায়ানমারে ভূমিকম্পে মন্দির বিধ্বস্ত

উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী চক থেকে ২৫ কিলোমিটার দূরের উৎপত্তিস্থলে ভূমিকম্পে দেশটির একটি মন্দির বিধ্বস্ত হয়েছে।

আজ বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু পরে হয়ে যাওয়া এই ভূমিকম্পে দেশটির প্রাচীন এক মন্দির ভেঙে পড়েছে।

এছাড়া ভূমিকম্পে ভারতের জম্মু কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সাইট ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমারের চাউক থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে ও  ৮৪ কিলোমিটার গভীরে এবং কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

 

আপনার মন্তব্য

আলোচিত