সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ আগস্ট, ২০১৬ ০৯:৫০

ইতালিতে দুর্গত এলাকায় জরুরি অবস্থা জারি

ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইতালির ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জীবতদের উদ্ধারের আশা ক্ষীণ হওয়ার পরই সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসল। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটার দিকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির বিভিন্ন শহর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রোমের উত্তর-পূর্বের রেইতি নামক একটি স্থান। এটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেমে থেমে এখন পর্যন্ত শতাধিক আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ৫ দশমিক ৫। এর ফলে ৫ সহস্রাধিক উদ্ধারকর্মীর তৎপরতা ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫২ জনের প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাড়ে তিনশ'র বেশি মানুষ।

নিহতদের মধ্যে স্পেনের একজন, রোমানিয়ার পাঁচজনসহ আরও অনেক বিদেশী রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে যুগান্তরের ইতালি প্রতিনিধি জানান, রোম থেকে প্রায় ৪৯ মাইল (৭৯কিমি.) দূরে লাজিও রেতিতে ভূমিকম্পে কোনো বাংলাদেশী হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন।

ওই এলাকায় হাতেগোনা ২-৩ জন বাংলাদেশী বসবাস করেন। তবে বাংলাদেশীরা সুস্থ এবং নিরাপদ আছেন বলে তিনি নিশ্চিত করেন।

আপাতত কোনো বাংলাদেশীকে ওই পথে না চলতে অনুরোধ করেন স্থানীয় সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু।

কোনো বাংলাদেশী হতাহত না থাকার বিষয়টি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিশ্চিত করা হয়েছে।

ইতালির ভূমিকম্প আঘাত হানা পার্বত্য এলাকা আমাত্রিস, আকুমোলি ও পেসকারা দেল ট্রন্টো এলাকায় এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এসব এলাকায় ভারি উত্তোলন যন্ত্র দিয়ে কাজ করে যাচ্ছেন ৫ হাজারের বেশি উদ্ধারকারী।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রাঞ্জি শেষ পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ধ্বংসস্তূপে কাউকে একা রেখে যাওয়া হবে না।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন কাজে ৫০ মিলিয়ন ইউরো তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি এই তহবিলের জন্য আবাসিক ট্যাক্স বাতিল করেছেন এবং দুর্বল নির্মাণ সামগ্রীর সমালোচনা রুখতে 'ইতালিয়ান হোমস' নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন।

কিন্তু মাত্তেও রাঞ্জি এও বলে সতর্ক করেছেন, যারা ভাবছেন ইতালি সম্পূর্ণভাবে ভূমিকম্প নিরোধক ভবন বানাতে পারবে, তাদের চিন্তাটা বেশ হাস্যকর।

আপনার মন্তব্য

আলোচিত