সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৬ ০০:৩৩

সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্বের তথ্য দেয়ায় পাকিস্তানের তথ্যমন্ত্রী বরখাস্ত

সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্বের বিষয়ে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করার জেরে পাকিস্তানের তথ্যমন্ত্রী  পারভেজ রশিদকে বরখাস্ত করেছে দেশটির সরকার। শনিবার তাকে বরখাস্ত করা হয়েছে বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।

পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিতর্কিত প্রতিবেদনের ফলে জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। এ জন্য রশিদের সংশ্লিষ্ঠতার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তথ্যমন্ত্রীকে তার দফতর থেকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া ডনে প্রকাশিত ওই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তথ্যমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা রাও তেহসিন আলি খানকেও বরখাস্ত করা হয়েছে। সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্বের বিষয়ে ডনের প্রকাশিত ওই প্রতিবেদন নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নেতৃত্বাধীন সরকার। একই সঙ্গে ডনের ওই সাংবাদিকের বিরুদ্ধে দেশত্যাগে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত