আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ০৯:১৫

রোড টু ২৭০ ইলেক্টোরাল ভোট: হিলারি পেয়েছেন ১০৪, ট্রাম্প ১৪০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ২৬টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

এতে দলের ঘাঁটি বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।

হাফিংটন পোস্ট জানিয়েছে, তিন অঙ্গরাজ্যের মধ্যে ডেমোক্র্যাট ঘাঁটি ভারমন্ট, ম্যাসাচুসেটস, নিউজার্সি, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, রোড আইল্যান্ড, ইলিনয়, নিউইয়র্ক ও কানেক্টিকাট ডিসিতে হিলারি জিতে নিয়েছেন ১০৪টি ইলেক্টোরাল ভোট।

আর রিপাবলিকান দুর্গ কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, টেনেসি, আলাবামা, সাউথ ক্যারোলিনা, মিসিসিপি, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেবারাস্কা, ক্যানসা, ওয়ামিং, আরাকানসাস, লুইজিয়ানা ও মোনটানায় প্রত্যাশা অনুযায়ী ট্রাম্প পেয়ে গেছেন ১৪০টি ইলেক্টোরাল ভোট।

আপনার মন্তব্য

আলোচিত