ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ১১:০১

ট্রাম্পের স্বপ্নপূরণ, আমেরিকার প্রেডেন্টি নির্বাচিত

সকল জরিপ, অগ্রিম অনুমানকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনান্ড ট্রাম্প।  ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নের কথা ১৯৮৭ সালে প্রথমে বললেও ১৯৯৯ সালে শুরু হয় তার চেষ্টা। আর ২০১৫ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন নিয়ে ২০১৬ সালে নির্বাচিত হলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ২৭৬ টি ইলেক্টরাল ভোট এবং হিলারি পেয়েছেন ২১৮টি।  

বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনায় ট্রাম্প এবং কলোরাডো, ভার্জিনিয়াতে হিলারি জয় পেয়েছেন। নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফলাফল গুরুত্বপূর্ণ। ২০০৮ ও ২০১২ সালের নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডায় জয় পেয়েছিলেন।

মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন এ তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ফলাফল এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, জিততে হলে হিলারিকে এ তিনটি অঙ্গরাজ্যে জয় পেতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। এক এক স্টেটে ইলেক্টরের সংখ্যা এক এক রকম। নির্বাচনের দিন মার্কিনিরা যখন ভোট দেন তখন তারা মূলত প্রার্থীদের ইলেক্টরদেরকে বাছাই করেন। দুটি ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ‘উইনার-টেক-অল’ সিস্টেম চালু রয়েছে। এর আওতায় জয়ী প্রার্থীকে ওই অঙ্গরাজ্যের সব ইলেক্টর দিয়ে দেওয়া হয়। তবে নেবরাস্কা ও মেইন অঙ্গরাজ্য দুটি এক্ষেত্রে আলাদা। এ দুটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যানুপাতে ইলেক্টোরাল ভোট ভাগ করা হয়।

৫০টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইলেক্টরাল ভোটের সংখ্যা-
ওয়াশিংটন ডিসিতে ১২টি, মন্টানায় ৩টি, নর্থ ডাকোটায় ৩টি, মিনেসোটায় ১০টি, উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৬টি, নিউ ইয়র্ক ২৯টি, ভারমন্টে ৩টি, নিউ হ্যাম্পশায়ারে ৪টি, মেইনে ৪টি, ম্যাসাচুসেটসে ১১টি, রোড আইল্যান্ডে ৪টি, কানেকটিকাটে ৭টি, নিউ জার্সিতে ১৪টি, ডেলাওয়ারে ৩টি, ম্যারিল্যান্ডে ১০টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াতে ৩টি ইলেক্টরাল ভোট রয়েছে।

এছাড়া ওরিগনে ৭, ইডাহোতে ৪টি, ওয়াইওমিং এ ৩টি, সাউথ ডাকোটায় ৩টি, নেবরাস্কায় ৫টি, আইওয়াতে ৬টি, ইলিনয়ে ২০টি, ইন্ডিয়ানায় ১১টি, ওহাইওতে ১৮টি, পেনসিলভানিয়ায় ২০টি, নেভাদায় ৬টি, ইউটায় ৬টি, কলোরাডোতে ৯টি, কানসাসে ৬টি, মিসৌরিতে ১০টি, কেন্টাকিতে ৮টি, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫টি, ভার্জিনিয়াতে ১৩টি, ক্যালিফোর্নিয়ায় ৫৫টি, ‌আরিজোনায় ১১টি, নিউ মেক্সিকোতে ৫টি, টেক্সাসে ৩৮টি, ওকলাহোমায় ৭টি, আরকানসাসে ৬টি, টেনেসিতে ১১টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি, লুইজিয়ানায় ৮টি, মিসিসিপিতে ৬টি, আলাবামায় ৯টি, জর্জিয়ায় ১৬টি, সাউথ ক্যারোলিনায় ৯টি, ফ্লোরিডায় ২৯টি, হাওয়াইতে ৪টি এবং আলাস্কায় ৩টি ইলেক্টরাল ভোট রয়েছে।

ট্রাম্প জিতেছেন: টেক্সাস ৩৮টি; ফ্লোরিডায় ২৯টি; আইডাহোতে ৪টি, আইওয়াতে ৬টি, ইন্ডিয়ানায় ১১টি, ওহাইওতে ১৮টি, ইউটায় ৬টি, কানসাসে ৬টি, মিসৌরিতে ১০টি, কেন্টাকিতে ৮টি, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫টি, টেনেসিতে ১১টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, লুইজিয়ানায় ৮টি, মিসিসিপিতে ৬টি, আলাবামায় ৯টি, জর্জিয়ায় ১৬টি, সাউথ ক্যারোলাইনায় ৯টি, মন্টানায় ৩টি, নর্থ ডাকোটায় ৩টি, ওয়াইওমিংয়ে ৩টি, সাউথ ডাকোটায় ৩টি, ওকলাহোমায় ৭টি, আরকানস’তে ৬টি

হিলারি জিতেছেন: ক্যালিফোর্নিয়ায় ৫৫টি, নিউ ইয়র্কে ২৯টি; ইলিনয়ে ২০টি, ওয়াশিংটনে ১২টি, ওয়াশিংটনে ডিসিতে ৩টি, ম্যাসাচুসেটসে ১১টি, রোড আইল্যান্ডে ৪টি, কানেটিকাটে ৭টি, নিউ জার্সিতে ১৪টি, মেরিল্যান্ডে ১০টি, ওরিগনে ৭টি, নেভাদায় ৬টি, কলোরাডোতে ৯টি, ভার্জিনিয়ায় ১৩টি, নিউ মেক্সিকোতে ৫টি, হাওয়াইতে ৪টি, ভারমন্টে ৩টি, ডেলাওয়ারে ৩টি

আপনার মন্তব্য

আলোচিত