সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ১৩:২২

ভোটকেন্দ্রে টপলেস হয়ে ট্রাম্পের বিরুদ্ধে নারীর প্রতিবাদ

ভোটকেন্দ্রে যাওয়ার আগেই টপলেস নারীর প্রতিবাদের শিকার হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ নভেম্বর) ট্রাম্প নিউইয়র্ক সিটির একটি কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আগেই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে ঢুকে পড়েন টপলেস দুই নারী।

দ্য টাইমস জানায়, স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে দুই নারী ওই ভোটকেন্দ্রে ঢুকে হঠাৎ জামা খুলে ফেলেন। তারা নিজেদের দেহের অনাবৃত অংশে লেখা ‘ট্রাম্প লম্পট’ কথাটি দেখাতে থাকেন। এসময় তারা ট্রাম্পকে উদ্দেশ্য করে নানারকম অশালীন অঙ্গভঙ্গিও করেন।

তারা দুজনই মার্কিন নারীবাদী সংগঠন থেকে এসেছেন বলে তাদের শরীরে লেখা ছিল। ওই দুই নারীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই ওই দুই নারী এমন প্রতিবাদ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত