অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০১৬ ০১:০৪

ভারতীয় সাজে মন্দিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তিন দিনের সফরে গত ৬ নভেম্বর ভারতে এসেছিলেন। ব্রেক্সিট উত্তর যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কথা বলতেই মূলত ভারতে এসেছিলেন তিনি। তবে শুধু এতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান, স্কুল ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। এরই অংশ হিসেবে সফরের শেষ দিনে গিয়েছিলেন বেঙ্গালুরুর ঐতিহাসিক সোমেশ্বরা মন্দিরেও।
 
তবে স্কুল ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাকে গেলেও সোমেশ্বরা মন্দিরে প্রবেশে করেছেন সর্ম্পূণ ভারতীয় সাজে। যা দেখে অনেকেই চমকে উঠেছেন।
 
ছবিতে দেখা যায়, সোনালি ও সবুজ রঙের শাড়ি পড়ে, হাতে সোনালি রঙের বালা ও গলায় ফুলের লম্ব মালা নিয়ে মন্দির পরিদর্শন করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সঙ্গে মন্দিরের সন্ন্যাসীরা। যা দেখে বোঝার উপায় নেই শাড়ি পরা ওই নারীই ব্রিটিশ প্রধানমন্ত্রী!
 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাড়ি পরে মন্দিরে যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।
 
এ নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা। অনেকে ভারতীয় সাজে সজ্জিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছবিও শেয়ার করছেন।

আপনার মন্তব্য

আলোচিত