সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৬ ০১:১৮

ওবামার সঙ্গে ট্রাম্পের বৈঠক

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বারাক ওবামার সঙ্গে দেখা করেছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ওভাল অফিসে সাক্ষাৎ করেন তারা। এসময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও সঙ্গে ছিলেন।

ওবামার সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে ট্রাম্প ‘বিশাল সম্মান’ হিসেবে অভিহিত করেছেন।

বৈঠকে ওবামাও ট্রাম্পকে ‘অনুপ্রেরণাদানকারী’ ‘চমৎকার’ ও ‘দূরদৃষ্টি সম্পন্ন’ হিসেবে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। পরে অবশ্য তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন।

৮ নভেম্বর আমেরিকানরা ভোটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। ৯ নভেম্বর ভোটের ফলাফল প্রকাশ হয়। ট্রাম্প পেয়েছেন ২৯০টি ও হিলারি পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজের ভোট।

আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

আপনার মন্তব্য

আলোচিত