সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ নভেম্বর, ২০১৬ ০৮:৩৪

‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ আগাম শিরোনাম লিখে বিপাকে পড়ে নিউইয়র্ক টাইমস

নির্বাচনের আগের সকল জনমত জরিপে এগিয়ে থাকায় হিলারি ক্লিনটনই প্রেসিডেন্ট হচ্ছেন এটা ধরে নিয়ে ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ আগাম শিরোনাম তৈরি করে পরে বিপাকে পড়েছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

আরও বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রের মতোই তারাও হিলারিকেই জয়ী ধরে আগাম শিরোনাম লিখে তৈরি ছিলেন৷ চূড়ান্ত ফলাফল এলেই কাগজ ছাপানোর জন্য প্রেসে পাঠিয়ে দেওয়ার অপেক্ষা৷ নিউ ইয়র্ক টাইমস-এর ডিজাইন ডিরেক্টর টম বদকিন ডিজাইনটি তৈরি করে পরে বিপাকে পড়েন।  

সাধারণত এরকম হাই প্রোফাইল নির্বাচনের ফল প্রকাশের আগে অধিকাংশ নামী সংবাদপত্রের প্রথম পাতার খসড়া তৈরি করে রাখাই হয়৷ চূড়ান্ত ফলাফল জানা গেলে জেতা-হারা আসনের সংখ্যা বসিয়ে দিয়ে কাগজ ছাপতে পাঠিয়ে দেওয়া হয়৷ সেভাবেই নিউ ইয়র্ক টাইমসও প্রথম পাতায় হিলারির ছবি-সহ শিরোনাম লিখে খসড়া তৈরি করে ফেলে৷ পাতাজোড়া ব্যানার হেডলাইন লেখা হয়, ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’

শেষ পর্যন্ত সেই খসড়া বাতিল করে দিতে হয়৷ সেই বাতিল খসড়ারই একটি ছবি টুইটারে পোস্ট করেছে সংবাদপত্রটি৷ যা দেখে সামাজিক মাধ্যমে ট্রল করছেন অনেকেই।

আপনার মন্তব্য

আলোচিত