১১ নভেম্বর, ২০১৬ ০৯:০৬
আফিগানিস্তানের মাজার-ই-শরিফে অবস্থিত জার্মান দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে ধর্মীয় উগ্রবাদীরা। এই হামলায় ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়, এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৮০ জন।
প্রাথমিকভাবে এ ঘটনায় দায় হামলার স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান জঙ্গি গোষ্ঠী।
আপনার মন্তব্য