সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ নভেম্বর, ২০১৬ ১৩:২৪

বাড়িতে শৌচাগার না থাকলে নেয়া হবে না পাসপোর্টের আবেদন

বাসায় বা বাড়িতে শৌচাগার থাকলেই কেবল পাসপোর্টের আবেদন গ্রহণ করার নির্দেশ দিয়েছে ভারতের মধ্য প্রদেশের কান্তি জেলা প্রশাসন। পাসপোর্ট আবেদনকারীর বাড়িত গিয়ে পুলিশ সরেজমিনে দেখে আসার পরেই পাসপোর্টের আবেদন জমা নেওয়া হবে।

শৌচা ভারত ক্যাম্পেইনের অংশ হিসেবে এ নির্দেশনা জারি হয়েছে বলে জানিয়েছেন কান্তি জেলার পুলিশ কমিশনার (এসপি) গৌরব তিওয়ারি।

তিনি জানান, পাসপোর্টের জন্য আবেদনকারীকে ‘বাড়িতে শৌচাগার আছে’ এ মর্মে পৌর কর্মকর্তা এবং গ্রাম পঞ্চায়েতের স্বাক্ষরসহ সনদপত্র সংগ্রহ করতে হবে। এরপর আবেদনকারীর বাড়িতে গিয়ে পুলিশ দেখে আসবে সত্যিই শৌচাগার আছে কি না। যদি থাকে, তবেই পাসপোর্টের আবেদন নেওয়া হবে।

খোলা আকাশের নিচে মলত্যাগ রোধ করতে স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় এই কার্যক্রম শুরু করেছেন। ২০১৭-১৮ অর্থবছরে ৫৫ লাখ শৌচাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত