সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ মে, ২০১৭ ১২:৪৪

ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৫

ছবি : রয়টার্স

ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৫ শ্রমিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন শ্রমিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার (৩রা মে) স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় জেমেস্তানুর্ত খনিতে এ বিস্ফোরণ ঘটে। এ সময় কয়লাখনিতে রাখা মাইন দুর্ঘটনাবশত বিস্ফোরিত হলে খনির ওপরের পাহাড়টি ধসে পড়ে।

ইরানের শ্রম, সমবায় ও সামাজিককল্যাণমন্ত্রী আলি রাবেই বৃহস্পতিবার (৪ঠা মে) সকালে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন ৩৫ খনি শ্রমিকের মৃত্যুর খবর। এ ছাড়া ৩০ জনের বেশি গুরুতর আহত শ্রমিককে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিকেলে দেশটির আরেক আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জেমেস্তানুর্ত খনিতে বিস্ফোরণে ৫০ জনের বেশি শ্রমিকের আটকে পড়ার খবর জানিয়েছিল। দুই কিলোমিটারের বেশি দীর্ঘ কয়লাখনির গুহায় আটকে পড়েছিলেন ওই শ্রমিকরা।

ওই কয়লাখনিতে ৫০০ জনের বেশি শ্রমিক কাজ করতেন বলে ফার্স নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত