সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ মে, ২০১৭ ১৩:০৩

নিজের মৃত্যুমুহূর্ত ক্যামেরাবন্দি করে গেলেন যুক্তরাষ্ট্রের এক আলোকচিত্রী

আফগানিস্তানে এক বিস্ফোরণে নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তটি ক্যামেরাবন্দি করে গেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন আলোকচিত্রী।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ২ জুলাই প্রশিক্ষণের সময় একটি মর্টার শেল বিস্ফোরিত হলে ২২ বছর বয়সী আলোকচিত্রী হিলডা ক্লেটন এবং চার আফগান সৈনিক নিহত হন।

লাগমান প্রদেশে ওই দুর্ঘটনার মুহূর্তটি ক্লেটনের ক্যামেরায় ধরা পড়ে, যা এতদিন পর যুক্তরাষ্ট্রের মিলিটারি রিভিউ ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে।

যে আফগান সৈনিককে হিলডা ক্লেটন প্রশিক্ষণ দিচ্ছিলেন, তার ক্যামেরার একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেই আফগানও বিস্ফোরণে নিহত হন।

বিবিসি জানিয়েছে, জর্জিয়া রাজ্যের মেয়ে ক্লেটন ছিলেন সেনাবাহিনীর ভিজুয়াল ইনফরমেশন স্পেশালিষ্ট। তার পরিবারের অনুমতি নিয়েই ওই ছবি প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর একটি আলোকচিত্র পুরস্কার চালু করেছে হিলডা ক্লেটনের নামে।

আপনার মন্তব্য

আলোচিত