সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ মে, ২০১৭ ২২:১২

জঙ্গি ভেবে মন্ত্রীকে গুলি করে হত্যা

নিহত মন্ত্রী আবদুল্লাহি শেখ আবাস

সোমালিয়ার নিরাপত্তা বাহিনী জঙ্গি ভেবে ভুল করে দেশের একজন মন্ত্রীকে গুলি করে হত্যা করেছে। নিহত মন্ত্রীর নাম আবদুল্লাহি শেখ আবাস (৩১)। তাঁকে ইসলামপন্থী জঙ্গি মনে করে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

দেশটির সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।

দেশটির রাজধানী মোগাদিসুর রাষ্ট্রপতি ভবনের কাছেই এ ঘটনা ঘটে। মন্ত্রী তখন তাঁর নিজের গাড়ির ভেতরে ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের কাছে সোমালিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর মুখপাত্র মেজর নূর হুসেইন জানান, জঙ্গিদের দ্বারা গাড়িটি চালানো হচ্ছে সন্দেহ করে তারা (নিরাপত্তা বাহিনী) গুলি চালায়।

মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালানে বলেন, তারা ভুল করে গাড়িতে গুলি চালায়। ঈশ্বর তার আত্মার মঙ্গল করুক।

সেনাদের ভুলবশত করা গুলিতে এর আগেও দেশটিতে বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা নিহত হয়েছিলেন। এমনকি সেনা সদস্যরা ভুল করে অপর সেনা সদস্যকে মেরে ফেলার ঘটনাও ঘটেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইথিওপিয়াতে রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ ফারমাজো।

গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ফারমাজো সবচেয়ে অল্প বয়সী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন আবদুল্লাহি শেখ আবাসকে।

আপনার মন্তব্য

আলোচিত