সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ জুলাই, ২০১৭ ১৩:৫১

তিন দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সিনেটে অনুমোদন

ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। এই প্রস্তাবের একাংশের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি সত্ত্বেও তা পাস করল সিনেট।

প্রস্তাবটি বৃহস্পতিবার সিনেটে ৯৮-২ ভোটে পাস হয়। সিনেটে পাস হওয়ার পর এখন প্রস্তাবটি চূড়ান্তভাবে আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এতে সই করবেন। তিনি এ বিলে সই না করলে কংগ্রেস আবার দুই তৃতীয়াংশ ভোটে এটিকে পাস করার চেষ্টা করবে। তখন ট্রাম্পের সই ছাড়াই এটি আইনে পরিণত হবে।

ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে এরইমধ্যে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি ৪১৯-৩ ভোটের ব্যবধানে অনুমোদিত হয়েছে।

এ প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তীব্র ক্ষোভ প্রকাশ করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।  ইরানও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার তেহরান বিরোধী প্রতিটি পদক্ষেপের সমুচিত জবাব দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত