সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০১:৫১

রোহিঙ্গারা বড় ধরনের মানবিক বিপর্যয়ে: গুতেরেস

মিয়ানমারে রোহিঙ্গারা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস।

তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব এ আহ্বান করেন। খবর বিবিসির

তিনি রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ২৫ আগস্ট একযোগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এআরএসএ-কে দায়ী করে রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এই অভিযান শুরুর পর বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গাদের।

জাতিসংঘ জানান,গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নিয়েছে।

এদিকে শরণার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রেগুলোর ওপর চাপ বাড়ছে। তাদের আশ্রয়ের জন্য নতুন বসতি স্থাপনের কাজ দ্রুত চললেও নূন্যতম মানবিক সেবা অপ্রতুল।

আপনার মন্তব্য

আলোচিত