সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৪৬

রাখাইনে ঝুঁকিতে আড়াই লাখ রোহিঙ্গা: নিরাপত্তা পরিষদে আন্তোনিও

মিয়ানমারের রাখাইনে সহিংসতায় এখনও আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, রাখাইনে সহিংসতা রোহিঙ্গাদের বিশ্বের বড় উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত করেছে, যা মানবাধিকার ও মানবিকতার জন্য ‘দুঃস্বপ্ন’।

রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে বলেন, দশকের পর দশক বৈষম্য ও নির্যাতনের শিকার হওয়ায় রোহিঙ্গাদের ভেতর থেকে চরমপন্থার উত্থান হতে পারে।

এদিকে, রাখাইনে চলমান সহিংসতার ঘটনাকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করে আসছেন জাতিসংঘ মহাসচিব।

রাখাইনে সেনাবাহিনীর চালানো সহিংসতার ঘটনায় প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতি আট বছরের মধ্যে মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের প্রথম উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠক কোন প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত